ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫নং রোডের অ্যাডামস ক্যাপ নামে এই পোশাক কারখানায় লাগা আগুনের ভয়াবহতা বেড়েছে। সাততলায় লাগা আগুন এখন পাঁচতলায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

অ্যাডামস ক্যাপ নামের এই কারখানায় তােয়ালেসহ হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি হয়।

সিইপিজেড এলাকার এক শ্রমিক জানান, ৫নং রোডের এই কারখানায় আগুন লাগলে অন্য কারখানার শ্রমিকরাও আতঙ্কিত হয়ে পড়েন। সবাই কাজ বন্ধ করে রাস্তা নেমে আসেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন খবরের কাগজকে বলেন, ২টা ১০ মিনিটে আমরা খবর পেয়ে প্রথমে ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন কর্মীরা। ভবনের উপরের তলায় আগুন লাগার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন সাততলা থেকে পাঁচতলায় ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, সাততলায় ওয়্যারহাউজ ছিল। সেখানে শ্রমিক ছিল না। তিন এবং চারতলায় পোশাক কারখানা ছিল। আগুনের খবর পাওয়ার পর সবাই নিরাপদে নেমে এসেছেন।

কোনো হতাহতের খবর তিনি পাননি বলে জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময়ঃ ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫নং রোডের অ্যাডামস ক্যাপ নামে এই পোশাক কারখানায় লাগা আগুনের ভয়াবহতা বেড়েছে। সাততলায় লাগা আগুন এখন পাঁচতলায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

অ্যাডামস ক্যাপ নামের এই কারখানায় তােয়ালেসহ হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি হয়।

সিইপিজেড এলাকার এক শ্রমিক জানান, ৫নং রোডের এই কারখানায় আগুন লাগলে অন্য কারখানার শ্রমিকরাও আতঙ্কিত হয়ে পড়েন। সবাই কাজ বন্ধ করে রাস্তা নেমে আসেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন খবরের কাগজকে বলেন, ২টা ১০ মিনিটে আমরা খবর পেয়ে প্রথমে ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন কর্মীরা। ভবনের উপরের তলায় আগুন লাগার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন সাততলা থেকে পাঁচতলায় ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, সাততলায় ওয়্যারহাউজ ছিল। সেখানে শ্রমিক ছিল না। তিন এবং চারতলায় পোশাক কারখানা ছিল। আগুনের খবর পাওয়ার পর সবাই নিরাপদে নেমে এসেছেন।

কোনো হতাহতের খবর তিনি পাননি বলে জানান।