রিপন চৌধুরী বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ২০ থেকে ৩৫ বছর ধরে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও তা না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম অঞ্চলের ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর নন্দনকানন এলাকায় ফরেস্ট অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ ফরেস্টার ও ফরেস্ট গার্ড পদোন্নতি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’। মানববন্ধনে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত তিন শতাধিক বন কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বলা হয়, দাবি আদায় না হলে ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সমগ্র দেশের বন বিভাগের নিয়ন্ত্রিত বনাঞ্চলের সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিভাগীয় কার্যালয়ে জমা দেওয়া হবে। পরবর্তীতে ৪ মে থেকে ৮ মে পর্যন্ত বিভাগীয় দপ্তর ও অঞ্চল পর্যায়ে টানা অবস্থান ধর্মঘট পালন করা হবে।
এছাড়া আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হিসেবে জানানো হয়, ১৫ মে বন অধিদপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা ঘেরাও করে ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবেন— যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে।
মানববন্ধনে নেতারা বলেন, দেশের বনভূমি, বন্যপ্রাণী ও বন রক্ষার দায়িত্ব পালনকারী ফরেস্টার ও ফরেস্ট গার্ডগণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দুর্গম ও পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় দায়িত্ব পালন করেও বছরের পর বছর ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক ও অনুরোধের পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, গত ৬ মার্চ কর্তৃপক্ষকে এক মাস সময় দিয়ে সমস্যার সমাধান চাওয়া হয়। কিন্তু সে সময়সীমা অতিক্রম করেও কোনো উদ্যোগ না আসায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সরোয়ার জাহান, সদস্য সচিব জসিম উদ্দিন, মোস্তফা কামাল, মোস্তাফা জামাল, আরিফুল আলম, নাসিরুল আলম, সুলতান মাহমুদ টিটু ও নাজমুল হাসান।