চবি-বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

- আপডেট সময়ঃ ১০:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (৩১ আগস্ট) রাত নয়টায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রদের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে; ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
জবি ছাত্রদল শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলা করেছে। এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন।’
বিক্ষোভ সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসরেরা সারাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোন ধরনের বিভেদ নেই।’
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসরদের হুঁশিয়ার করে বলতে চাই—বাংলাদেশের কোন জায়গায় যদি ফ্যাসিস্টের আচড় পড়ে তাহলে ছাত্রদল জেগে উঠবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।’