ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-এনসিপিসহ আট দল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, সমান সুযোগের নির্বাচনী পরিবেশ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দল কর্মসূচি ঘোষণা করবে।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস (আজাদ-কাদের), গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই যুগপৎ কর্মসূচিতে অংশ নিচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি শুরু হতে পারে।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, আগামী সোমবার পুরানা পল্টনে তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের পরিকল্পনা রয়েছে।”

দলগুলোর নেতারা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তাঁদের। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। কেউ কেউ সংসদের উভয় কক্ষে পিআর চান, আবার কেউ শুধু উচ্চকক্ষে এই পদ্ধতি চান।

এছাড়া, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই দলগুলো ঐক্যবদ্ধ। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব দল পিআর পদ্ধতি ও মৌলিক সংস্কারের বিষয়ে সোচ্চার ভূমিকা রেখেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-এনসিপিসহ আট দল

আপডেট সময়ঃ ০১:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, সমান সুযোগের নির্বাচনী পরিবেশ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দল কর্মসূচি ঘোষণা করবে।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস (আজাদ-কাদের), গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই যুগপৎ কর্মসূচিতে অংশ নিচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি শুরু হতে পারে।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, আগামী সোমবার পুরানা পল্টনে তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের পরিকল্পনা রয়েছে।”

দলগুলোর নেতারা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তাঁদের। তবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। কেউ কেউ সংসদের উভয় কক্ষে পিআর চান, আবার কেউ শুধু উচ্চকক্ষে এই পদ্ধতি চান।

এছাড়া, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই দলগুলো ঐক্যবদ্ধ। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এসব দল পিআর পদ্ধতি ও মৌলিক সংস্কারের বিষয়ে সোচ্চার ভূমিকা রেখেছে।