ঢাকা, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আইন উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ে আসিফ নজরুল বলেন, এ ধরনের সাক্ষাৎ প্রায়ই সেনাপ্রধান করে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

তার আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৩:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আইন উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ে আসিফ নজরুল বলেন, এ ধরনের সাক্ষাৎ প্রায়ই সেনাপ্রধান করে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

তার আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।