জাকসু নির্বাচনের পোলিং অফিসার জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা শিক্ষিকা জান্নাতুল ফেরদৗসের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ নামাজ পড়ান কেন্দ্রীয় মসজিদের ইমাম।
নামাজের পূর্বে ওই শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে তার স্বামী মিজানুর রহমান বলেন, আমার ওয়াইফ হঠাৎ করে মৃত্যুবরণ করেন। আমি উনার হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর যদি তার কাছে কারো কোনো পাওনা-দেনা থাকে আমাকে বলবেন।
জাবির চারুকলা বিভাগের সভাপতি মো. শামীম রেজা বলেন, আমাদের প্রিয় সহকর্মীর কথায় বা আচরণে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে যেন শান্তিতে রাখেন।
জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার কোন ভুল কিছু যদি থাকে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য দান করেন।






















