জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

- আপডেট সময়ঃ ০৫:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি ও বিচার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।
এদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহুর ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পাকিস্তান, চীন, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাদাইনস, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, গ্রিস, মালটা ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানের পর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে জানা গেছে।
এর আগে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তানসিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।
প্রধান উপদেষ্টা নিউইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। নিউইয়র্কে আসার পর থেকেই প্রায় দুই ডজনের বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এদিকে, স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা নিউইয়র্কের ম্যানহাটনে ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের একটি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।