জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সৈনিক শামীম রেজার বাড়ীতে শোকের মাতম
- আপডেট সময়ঃ ১০:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি ঃ সুদানের আবেই সহর এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬,জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলার এক কৃতিসন্তান। এ হামলায় আরও কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজবাড়ীর সন্তান নিহত শান্তিরক্ষী সৈনিকের নাম শামীম রেজা (২৮) তিনি ইউনিট-৯ এর বীর(মেকানাই জড) বগুড়া সেনানিবাস থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগদেন। নিহত শামীম রেজার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে আলম ফকিরের ছেলে। চার ছেলে মেয়ের মধ্যে সবার বড় সন্তান ও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
শামীমের নিহত হওয়ার খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার পরিবার, স্বজন ও এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ড্রোনের মাধ্যমে বিস্ফোরক হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শামীম রেজা প্রাণ হারান। আহত অন্যান্য শান্তিরক্ষীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী রাজবাড়ী জেলা ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মেজর মোস্তফা সাঈফ, সঙ্গীয় সেনা সদস্য নিয়ে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরবর্তী সকল কাজের দায়িত্ব নেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আর্থিক সহায়তা ও পরবর্তী সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করে জানা গেছে, মিশনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের এই গর্বিত সন্তানের আত্মত্যাগ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।
























