জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে এনসিপির আহ্বান

- আপডেট সময়ঃ ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আদীব বলেন, বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে তিনি সরকারি সংস্থাগুলোর পুরোনো কাঠামো ধরে রাখার মরিয়া চেষ্টার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, তারা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য পরবর্তী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজনের এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন। এছাড়া, নির্বাচন কমিশনকে তাদের সক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বলেও তারা আশা প্রকাশ করেন।