পুলিশের পোশাকে জামায়াত প্রার্থীর সভায় গিয়ে গান, এএসআই বরখাস্ত
- আপডেট সময়ঃ ১২:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরেই ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর শহরের কাটিয়া এলাকায় অনুষ্ঠিত সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে ইসলামি সংগীত পরিবেশন করেন এএসআই কারি মহিবুল্লাহ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যশোরে কর্মরত এএসআই কারি মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে ছিলেন এবং ১২ ডিসেম্বর পুনরায় কর্মস্থলে যোগ দেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান করার কথা থাকলেও তিনি সাতক্ষীরায় এসে পুলিশের পোশাক পরেই একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
জেলা পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশের পেশাদারত্ব ক্ষুণ্ন হয়েছে এবং বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং যশোরের পুলিশ সুপারকে (এসপি) লিখিতভাবে অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী পথসভায় উপস্থিত থাকা, সেখানে ইসলামি সংগীত পরিবেশন এবং বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, যশোরের পুলিশ সুপার বরখাস্তের আদেশ জারি করেছেন। তিনি বলেন, ‘ছুটিতে থাকাকালীন সাতক্ষীরায় এসে পুলিশের পোশাক পরে নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশনের কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে এএসআই কারি মহিবুল্লাহ দীর্ঘদিন সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
























