‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন আহমদ

- আপডেট সময়ঃ ০৩:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
গতকাল রাজধানীর সংসদ ভবন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিশৃঙ্খলা যারা করেছে তাদেরকে‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’বলে আখ্যা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের নামে যারা সংসদ ভবন এলাকাজুড়ে বিশৃঙ্খলা করেছে, তারা আসলে ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত বাহিনী। এর মাধ্যমে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের প্রতি ভয়ভীতি ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদে বিএনপি, এনসিপি কিংবা বাম জোটের নেতাদের স্বাক্ষর না থাকলেও তার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। বরং জনগণের রায়ের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন আসবে।
আন্দোলন, বিরোধী দল এবং সরকারের অন্তর্বর্তী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে সালাহউদ্দিন জানান, বর্তমান শাসকগোষ্ঠী কেবল নিজেদের অবস্থান রক্ষা করতে মরিয়া, কিন্তু গণতন্ত্র ও নাগরিক অধিকারের বিষয়ে একেবারেই উদাসীন।
তিনি অভিযোগ করেন, সংসদ ভবনের আশপাশে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগও বিরোধী দলগুলো পাচ্ছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে।
এ সময় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক কার্যক্রম দমন করতে ‘জুলাই যোদ্ধা’ নামের কিছু দলীয়পন্থী গোষ্ঠীকে সরকার ব্যবহার করছে।
প্রসঙ্গত, ‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। এই ঘোষণাপত্রে স্বাক্ষর না করায় কিছু রাজনৈতিক দলের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
তবে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।