জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে: নাসিরুদ্দীন পাটওয়ারী
- আপডেট সময়ঃ ০৬:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দেখার পর তাতে স্বাক্ষর করা উচিত ছিল বিএনপির। কিন্তু তা না করে সনদে সই করে দলটি ভুল করেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত তাদেরকেই করতে হবে। এখন বিএনপির ভুল আমাদের ওপর চাপিয়ে দিলে হবে না।
বুধবার (২৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। কেন্দ্রীয় শহিদ মিনারে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের দাবি জানাচ্ছি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। এটি নির্বাচনের আগে বা পরে যখনই হোক তা সুষ্ঠু হতে হবে। তবে নির্বাচনের দিন হলে আশঙ্কা রয়েছে। তাছাড়া, ভোটের আগে গণভোট হলে ফ্যাসিবিরোধী শক্তি ও বিএনপি তা বানচালের চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে কখন গণভোট হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর। এ সময় বিএনপি-জামায়াত গণভোট সুষ্ঠু হওয়ার কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি দিনের বেলায় আওয়ামী লীগের বিপক্ষে থাকলেও রাতে তাদের সঙ্গে আপস করতো। ব্যবসা-বাণিজ্য থেকে সবকিছুতে তাদের অবস্থান ছিল। দলটি জুলাই সনদকে ভন্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা হতে দেব না। ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে রাতের বেলায় জাতীয় পার্টিসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করতে বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।






















