টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

- আপডেট সময়ঃ ১২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার কুইজবাড়ি বাজারে একটি বেকারি কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান উত্তমের মালিকানাধীন কুইজবাড়ি বাজারে লিওন বেকারি নামে একটি কারখানা রয়েছে। তিনি প্রতিদিন রাতে ওই কারখানায় হিসাব নিকাশের জন্য যেতেন।
কিন্তু, মঙ্গলবার রাতে তিনি কারখানায় না যাওয়ায় তার স্ত্রী লিলি আক্তার কারখানায় যান। এসময় বিএনপি নেতা আনিসকে না পেয়ে ৪/৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, মগড়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান উত্তমের স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি ছিল পূর্ব পরিকল্পিত। উত্তমকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি করেন তিনি।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।