ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা পৃথক দুইটি প্রতিষ্ঠানের জন্য দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন- রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর। অন্যদিকে আলাদা প্রজ্ঞাপনে একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। এদিকে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন মেনে কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিজের সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী। তিনি জানান, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে আমরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যাবো। চিকিৎসকরা জানান, বারবার আন্দলনের প্রেক্ষিতে ভাতা বৃদ্ধি না করে একটি স্থায়ী সমাধান হওয়া উচিত। ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবি ছিল মাসিক ভাতা ৫০ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করার। একই দাবিতে গত রোববার দিনভর শাহবাগ অবরোধ করে রাখেন চিকিৎসকরা। গত রোববার দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুরের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল হক শাকিল, এনডিএফের সহসভাপতি অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু এবং আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ডা. জাবির হোসেন, ডা. নুরন্নবী ও ডা. ইমরান শিকদার। বৈঠকে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা ভাতা প্রস্তাব করা হয়। গতকাল সোমবার চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। এদিকে বিএসএমএমইউয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা দীর্ঘ দুই বছর ধরে বার বার রাজপথে সংগ্রাম করেছি। আমরা যখনই ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছি, তখন সবাই যৌক্তিক দাবি বলে শুধু আশ্বাস দিয়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি নিয়ে রাস্তায় না নামি, ততক্ষণ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবারও আমরা গত চার মাস ধরে সব জায়গায় গিয়েছি, সবার সঙ্গে কথা বলার পর যখন সামগ্রিকভাবে এই সমস্যাটি সমাধান করতে পারছিলাম না, তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হই। তিনি বলেন, বিগত একদিন আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এর ফলশ্রুতিতে আমাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে। সে প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ অবস্থায় আমরা সার্বিক দিক বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং কাজে ফিরে যাচ্ছি। জাবির আরও বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরা কাজে ফিরবো। তবে কোনো কারণে যদি জুলাই থেকে ৩৫ হাজার টাকা সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা চিন্তা করে যে ইনক্রিমেন্টের কথা আমাদের বলা হয়েছে, এ বিষয়টি মাথায় নিয়ে সুন্দর সমাধান করা না হয়, তাহলে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

আপডেট সময়ঃ ০৯:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা পৃথক দুইটি প্রতিষ্ঠানের জন্য দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন- রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর। অন্যদিকে আলাদা প্রজ্ঞাপনে একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। এদিকে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন মেনে কর্মস্থলে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিজের সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী। তিনি জানান, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে আমরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যাবো। চিকিৎসকরা জানান, বারবার আন্দলনের প্রেক্ষিতে ভাতা বৃদ্ধি না করে একটি স্থায়ী সমাধান হওয়া উচিত। ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবি ছিল মাসিক ভাতা ৫০ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করার। একই দাবিতে গত রোববার দিনভর শাহবাগ অবরোধ করে রাখেন চিকিৎসকরা। গত রোববার দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুরের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল হক শাকিল, এনডিএফের সহসভাপতি অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু এবং আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ডা. জাবির হোসেন, ডা. নুরন্নবী ও ডা. ইমরান শিকদার। বৈঠকে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা ভাতা প্রস্তাব করা হয়। গতকাল সোমবার চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। এদিকে বিএসএমএমইউয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা দীর্ঘ দুই বছর ধরে বার বার রাজপথে সংগ্রাম করেছি। আমরা যখনই ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছি, তখন সবাই যৌক্তিক দাবি বলে শুধু আশ্বাস দিয়েছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি নিয়ে রাস্তায় না নামি, ততক্ষণ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবারও আমরা গত চার মাস ধরে সব জায়গায় গিয়েছি, সবার সঙ্গে কথা বলার পর যখন সামগ্রিকভাবে এই সমস্যাটি সমাধান করতে পারছিলাম না, তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হই। তিনি বলেন, বিগত একদিন আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এর ফলশ্রুতিতে আমাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন আসে। সে প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ অবস্থায় আমরা সার্বিক দিক বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং কাজে ফিরে যাচ্ছি। জাবির আরও বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরা কাজে ফিরবো। তবে কোনো কারণে যদি জুলাই থেকে ৩৫ হাজার টাকা সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা চিন্তা করে যে ইনক্রিমেন্টের কথা আমাদের বলা হয়েছে, এ বিষয়টি মাথায় নিয়ে সুন্দর সমাধান করা না হয়, তাহলে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবো।