ডাকসুতে ইতিহাস: একসঙ্গে ৭ পদে জয় পেল চট্টগ্রাম

- আপডেট সময়ঃ ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
আবদুল মতিন চৌধুরী রিপন বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর প্রধান দুটি পদ-সহসভাপতি (ভিপি) আর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ের মুকুট পড়েছে চট্টগ্রামের দুই তরুণের মাথায়। শুধু কি ভিপি-জিএস; পদাধিকার বলে সভাপতির আসনে বসবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তিনিও আবার চট্টগ্রামের সন্তান।
বিশেষ করে ডাকসুর ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করেন।ভিপি পদে নির্বাচিত আবু সাদিক কায়েমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও বাবা ব্যবসায়িক সূত্রে পরিবার নিয়ে থাকেন খাগড়াছড়িতে। এছাড়া জিএস এসএম ফরহাদের বাড়ি সাদিকের পাশের উপজেলা লোহাগাড়ায়।
শুধু এখানেই মিল নয়, ফরহাদও থাকেন রাঙামাটিতে। সেটিও আবার খাগড়াছড়ির পাশের উপজেলা। পাশাপাশি ফরহাদ-সাদিক দুইজনই আলিম পাস করেছেন চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে। বর্তমানে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন পদে বিজয়ী মহেশখালীর মেয়ে ফাতেমা তাসনিম জুমা। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া পদে বিজয়ী সাতকানিয়ার মেয়ে উম্মে ছালমা। সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাঙামাটির সর্বমিত্র চাকমা, সাতকানিয়ার রায়হান উদ্দিন এবং খাগড়াছড়ির হেমা চাকমা। এদের মধ্যে রায়হান উদ্দিন ও উম্মে ছালমা দুইজনই স্বামী-স্ত্রী। ডাকসু’র ইতিহাসে প্রথম স্বামী-স্ত্রী একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করে নেতৃত্ব দেবেন।
এদিকে, ডাকসু নির্বাচনে চট্টগ্রামের প্রার্থীদের বিজয়ে অনেকটাই উৎসবমুখর তাদের এলাকা। বিশেষ করে ভিপি পদে সাদিক কায়েমের জয়লাভে উৎসবের আমেজ বইছে জন্মস্থান সাতকানিয়ায়। পাশাপাশি ফরহাদের জন্মভিটায়ও চলছে আলোচনা। গ্রামবাসীর প্রত্যাশা, তাদের নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও তারা অবদান রাখুক।
এদিকে এই অর্জন যেন কেবল তাদের ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং তারা যেন বার্তা দিলেন-রাজধানী নির্ভর রাজনীতির সমীকরণেও সমান শক্তি নিয়ে উঠে আসতে পারেন প্রান্তিক এলাকার আলো-হাওয়ায় বেড়ে ওঠা তরুণ-তরুণীরাও। প্রধান পদগুলোতে চট্টগ্রামের শিক্ষার্থীদের জয়-জয়াকার দেখে তাই অনেকে রসিকতা করছেন ডাকসুতে ‘চট্টগ্রাম সমিতি’!