ডাকসুর ভোট শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হচ্ছে: ডিসি রমনা

- আপডেট সময়ঃ ০১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।Student discounts
ডিসি রমনা বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে।
তিনি আরও বলেন, আশা করছি ভোটের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে। অনেক ভোটার, তাই বাইরে ভিড় হচ্ছে।
ভুয়া স্টুডেন্ট কার্ড সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, ভুয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দু’জন ভুয়া কার্ডধারী পাওয়া গেছে। কোথায় থেকে কেন আসলো, কোন উদ্দেশ্য আছে কী না কিংবা বিশেষ কোন স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে কী না-এগুলো আমরা যাচাই বাছাই করছি।