ঢাকাসহ আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট সময়ঃ ০১:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা সকাল থেকেই দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা মাঠে তৎপর রয়েছেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর প্রবেশপথ, সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ ও বাস টার্মিনালসহ গণপরিবহন কেন্দ্রগুলোও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগই রাজধানীর বাইরে থেকে এসেছে।”
তিনি আরও বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় বা সহযোগিতা না দেওয়ার জন্য আমরা নাগরিকদের অনুরোধ করছি। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে মেট্রোরেল ও বিমানবন্দর এলাকায় বাড়তি সতর্কতা জারি রয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটা জুলাই, চিরকালের জন্য।” তার এই মন্তব্যকে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
নিরাপত্তা সূত্র বলছে, সাম্প্রতিক কয়েকদিনে ঢাকায় বিচ্ছিন্নভাবে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই অচেনা ও ঢাকার বাইরে থেকে আসা। অপ্রাপ্তবয়স্কদেরও নাশকতায় ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, র্যাব, সেনা ও পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



















