ঢাকা, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবে: রেলমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ৫১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে খুব শিগগিরই, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। আজবৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ আরও অনেকে। সভায় মন্ত্রী আরও বলেন, ২০২৪সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেললাইন ডবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে। তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেনো না করে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবে: রেলমন্ত্রী

আপডেট সময়ঃ ০৯:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে খুব শিগগিরই, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। আজবৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ আরও অনেকে। সভায় মন্ত্রী আরও বলেন, ২০২৪সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেললাইন ডবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে। তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেনো না করে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।