সর্বশেষঃ
তাশখন্দে ১৪তম সামিটে যোগ দিতে গেলেন স্পিকার
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিতব্য ‘উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিট’ এ যোগ দিতে গেছেন। আজ বুধবার তিনি সকাল ১০টা ১৫ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটের অ্যাড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড ইত্যাদি বিভিন্ন সেশনে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে। সামিটে অংশ নিয়ে স্পিকারের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
ট্যাগস :





















