ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সরকার পতনের পর গেল বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলার আসামি করা হয়েছে নূরকে।

এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই মামলায় গত ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ফেরদৌস রহমান। এদিন শুনানিকালে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়।

এরপর নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। প্রসিকিউশনে উপসহকারি পরিচালক ফয়েজ উদ্দিন জানিয়েছেন জামিন শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ঠিক করে দিয়েছেন বিচারক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৮:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সরকার পতনের পর গেল বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলার আসামি করা হয়েছে নূরকে।

এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই মামলায় গত ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ফেরদৌস রহমান। এদিন শুনানিকালে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়।

এরপর নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। প্রসিকিউশনে উপসহকারি পরিচালক ফয়েজ উদ্দিন জানিয়েছেন জামিন শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ঠিক করে দিয়েছেন বিচারক।