নিজস্ব প্রতিবেদক :
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপনসহ আভিযানিক কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। সম্প্রতি বিভিন্ন স্থানে নাশকতা, হামলা, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত সোমবার রাত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকায় ৬৯টি টহল ও ঢাকার বাইরে ১৪৯টি টহলসহ মোট ২১৮টি টহল মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে, যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, উগ্রবাদী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল জগতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অপরাধের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতাও চেয়েছে র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বিশৃঙ্খলা বা সন্দেহজনক ঘটনা ঘটলে নিকটস্থ র্যাব টহল ইনচার্জ, ব্যাটালিয়ন অধিনায়ক অথবা র্যাব কন্ট্রোল রুমের হটলাইন (০১৭৭৭৭২০০২৯)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষঃ
দেশব্যাপী র্যাবের অভিযান জোরদার: টহল ও চেকপোস্ট স্থাপন
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ