০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | ই-পেপার

নড়াইলে জেলা আ’লীগের সাঃ সম্পাদকসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আ’লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেযর আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট গাউসুল আজম মাসুম, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈস ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল আকাশ নীলসহ আ’লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ৪০০-৫০০ জন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর আমলী আদালতে মামলাটি দায়ের করলে আদালতের বিচারক মোঃ জুয়েল রানা সদর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। মামলাটি করেছেন সদরের বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান। বাদি মামলার বিবরণে উল্লেখ করেছেন, ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর হুকুমে আসামি অ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস শর্টগান দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এ সময় শর্টগানের গুলিতে আন্দোলনকারি বাদির ভাইপো কলেজ ছাত্র সোহান বিশ^াসসহ ৪ জনের বুক ও সহ শরীরের বিভিন্নস্থানে লাগিয়া মারাত্মক জখমপ্রাপ্ত হয়। এছাড়া আসামীরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আরও কয়েকজনকে আহত করে। সোহান এখনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মামলার কপি এখনো আমাদের হাতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত আ’লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় নড়াইল-০২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল-০১ আসনের সাবেক এমপি আ’লীগ নেতা কবিরুল হক মুক্তি, জেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪শ ২৮ জন আসামি হয়েছেন। অজ্ঞাত আসামির সংখ্যা ১ হাজারের বেশী। তবে সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ট্যাগস :

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সাক্ষাৎ

নড়াইলে জেলা আ’লীগের সাঃ সম্পাদকসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময়ঃ ০৬:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আ’লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেযর আঞ্জুমান আরা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট গাউসুল আজম মাসুম, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈস ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল আকাশ নীলসহ আ’লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ৪০০-৫০০ জন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর আমলী আদালতে মামলাটি দায়ের করলে আদালতের বিচারক মোঃ জুয়েল রানা সদর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। মামলাটি করেছেন সদরের বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান। বাদি মামলার বিবরণে উল্লেখ করেছেন, ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর হুকুমে আসামি অ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস শর্টগান দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এ সময় শর্টগানের গুলিতে আন্দোলনকারি বাদির ভাইপো কলেজ ছাত্র সোহান বিশ^াসসহ ৪ জনের বুক ও সহ শরীরের বিভিন্নস্থানে লাগিয়া মারাত্মক জখমপ্রাপ্ত হয়। এছাড়া আসামীরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আরও কয়েকজনকে আহত করে। সোহান এখনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মামলার কপি এখনো আমাদের হাতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত আ’লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় নড়াইল-০২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল-০১ আসনের সাবেক এমপি আ’লীগ নেতা কবিরুল হক মুক্তি, জেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪শ ২৮ জন আসামি হয়েছেন। অজ্ঞাত আসামির সংখ্যা ১ হাজারের বেশী। তবে সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।