সর্বশেষঃ
নন-এমপিওভুক্ত শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৫:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাঁধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পরে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের সংগঠনের ব্যানারে শিক্ষকরা রাস্তা বন্ধ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষকদের ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হলে তারা রাস্তা থেকে সরবে না।
এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো— ‘এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে’, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাবো না’।
ট্যাগস :




















