নরসিংদীতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে হত্যা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

- আপডেট সময়ঃ ০৭:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে জুলহাস নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)। গতকাল বুধবার ভোরে উপজেলার কাওয়াবাড়ী এলাকা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার থোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী। তিনি বলেন, গত শনিবার পবিত্র ইদুল ফিতরের দিন রায়পুরা থানার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও এলাকার পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশে কয়েকজন যুবক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জুলহাসসহ স্থানীয় কয়েজন বাধা দিলে আসামিরা তাদের ওপর আগ্নেয়াস্ত্র, টেঁটা-বল্লম দিয়ে হামলা করে জুলহাসকে হত্যা করে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে এ ঘটনায় মামলা হলে পুলিশের একাধিক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।