ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নর্থ সাউথের ট্রাস্টি বেনজীর আহমেদেরও জামিন মেলেনি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ক্যাম্পাসের জমি কেনা নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বেনজীর আহমেদকেও জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট ওই রুলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। জামিন চেয়ে করা আবেদন শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক। পিটিশনারের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাইদ আহমেদ রাজা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মুঞ্জুরুল হক। এর আগে গত ৮ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য মোহাম্মদ এ এম কাশেমকে জামিন দেননি হাইকোর্ট। তারও জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট শুনানির জন্য ধার্য আছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্য দুই ট্রাস্টি রেহানা রহমান এবং মোহাম্মদ শাহজাহানের জামিন বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একই বেঞ্চ। গত মঙ্গলবার একই আদালতে প্রাথমিক শুনানি নিয়ে তাদের দুজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আগামী ১৬ আগস্ট শুনানির জন্য রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। ছয় আসামির মধ্যে চারজন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ২২ মে চার আসামিকে জামিন না দিয়ে শাহবাগ থানায় পাঠান উচ্চ আদালত। চার আসামি হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নর্থ সাউথের ট্রাস্টি বেনজীর আহমেদেরও জামিন মেলেনি

আপডেট সময়ঃ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ক্যাম্পাসের জমি কেনা নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বেনজীর আহমেদকেও জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট ওই রুলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। জামিন চেয়ে করা আবেদন শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক। পিটিশনারের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও সাইদ আহমেদ রাজা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মুঞ্জুরুল হক। এর আগে গত ৮ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য মোহাম্মদ এ এম কাশেমকে জামিন দেননি হাইকোর্ট। তারও জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্ট শুনানির জন্য ধার্য আছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্য দুই ট্রাস্টি রেহানা রহমান এবং মোহাম্মদ শাহজাহানের জামিন বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একই বেঞ্চ। গত মঙ্গলবার একই আদালতে প্রাথমিক শুনানি নিয়ে তাদের দুজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশ দেন আদালত। এ বিষয়ে আগামী ১৬ আগস্ট শুনানির জন্য রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। ছয় আসামির মধ্যে চারজন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ২২ মে চার আসামিকে জামিন না দিয়ে শাহবাগ থানায় পাঠান উচ্চ আদালত। চার আসামি হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।