ঢাকা, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নারী নিপীড়ন ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা মহানগরের আওতাধীন কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেত্রীরা এই কর্মসূচির আয়োজন করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিনসহ বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে নারীরা সম্মুখসারিতে লড়াই করেছে। তারপরও সাইবার বুলিং, বডি-শেমিংসহ নানা অপচেষ্টার মাধ্যমে নারী নেত্রীদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হচ্ছে। দলমত নির্বিশেষে নারীরা একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা অবিলম্বে এসব হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি নারী নেত্রীদের বিভিন্ন প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এরমধ্যে ‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’, ‘নারীকে সম্মান করো, মানুষ হও,’ ‘হেনস্থা করে যে, সে তো শিবির’, ‘এত নারী বিদ্বেষী কেন তোমরা হে মদদুদবাদী?’, ‘ওহে হেকমতি গুপ্ত, ধর্ষণের পদযাত্রাই করেছ রপ্ত?’, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হেনস্তার নেপথ্যে কারা?’, ‘নিপীড়কের ঠিকানা, এই দেশে হবে না,’ ‘আলী হোসেনরা মানুষ না, ওরা শিবির’, ‘ধর্ষণের পদযাত্রা বন্ধ করো, নারীকে স্বাধীনভাবে বাঁচতে দাও,’ ‘অবিলম্বে আলী হোসেনের বিচার করতে হবে,’ ‘নারী তুমি ভয় পেওনা, শক্তি যোগাও জয় হবেই,’ ‘হুমকি দিয়ে নারী জাগরণ থামাতে পারবে না ওহে ধর্ম ব্যবসায়ী,’ ‘লড়াই করো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ,’ ইত্যাদি।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী নিপীড়ন ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

আপডেট সময়ঃ ০২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা মহানগরের আওতাধীন কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নেত্রীরা এই কর্মসূচির আয়োজন করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিনসহ বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে নারীরা সম্মুখসারিতে লড়াই করেছে। তারপরও সাইবার বুলিং, বডি-শেমিংসহ নানা অপচেষ্টার মাধ্যমে নারী নেত্রীদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হচ্ছে। দলমত নির্বিশেষে নারীরা একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা অবিলম্বে এসব হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি নারী নেত্রীদের বিভিন্ন প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এরমধ্যে ‘আর কত জাস্টিফাই, এবার তোদের রক্ষা নাই’, ‘নারীকে সম্মান করো, মানুষ হও,’ ‘হেনস্থা করে যে, সে তো শিবির’, ‘এত নারী বিদ্বেষী কেন তোমরা হে মদদুদবাদী?’, ‘ওহে হেকমতি গুপ্ত, ধর্ষণের পদযাত্রাই করেছ রপ্ত?’, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হেনস্তার নেপথ্যে কারা?’, ‘নিপীড়কের ঠিকানা, এই দেশে হবে না,’ ‘আলী হোসেনরা মানুষ না, ওরা শিবির’, ‘ধর্ষণের পদযাত্রা বন্ধ করো, নারীকে স্বাধীনভাবে বাঁচতে দাও,’ ‘অবিলম্বে আলী হোসেনের বিচার করতে হবে,’ ‘নারী তুমি ভয় পেওনা, শক্তি যোগাও জয় হবেই,’ ‘হুমকি দিয়ে নারী জাগরণ থামাতে পারবে না ওহে ধর্ম ব্যবসায়ী,’ ‘লড়াই করো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ,’ ইত্যাদি।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।