নাসিরনগরে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭২ বস্তা চাল উদ্ধার।

- আপডেট সময়ঃ ০৭:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
শেখ নাদিম, ব্রাক্ষণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় শাহ কামাল- (৩৮) ও জুয়েল মিয়া-(৪০) নামে দুই শ্রমিককে গ্রেপ্তার করে পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৩ দিন করে কারাদন্ড দেয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন এলাকার মোতাহারের দোকান থেকে ১৫০ বস্তা ও রহমত আলীর দোকান থেকে ২২ বস্তা চাল উদ্ধার
করেন। এ সময় দোকান দুটি থেকে ১৫০টি খালি বস্তা, একটি ওজন মাপার যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।
এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত শাহ কামাল ও জুয়েল মিয়ার বাড়ি উপজেলার আশুরাইল গ্রামে। অভিযান কালে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো বলতে পারবেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন বলেন, “আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত বস্তায় চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে চাল মজুদ করা হয়েছিলো। চাল গুলো উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। রাতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তারকৃত ২ শ্রমিককে ৩দিন করে কারাদন্ড দেয়া হয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি