ঢাকা, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১০:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

নির্বাচন ছাড়া বিকল্প নেই, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলগুলোর সঙ্গে হওয়া মিটিংগুলোর মাঝামাঝি সময়ে ড. আলী রীয়াজ, এবং বিশেষ সহকারী মুনীর হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। ড. আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

এদিন দিনভর বিভিন্ন সময়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াত বলছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি।

এদিন রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক: প্রধান উপদেষ্টা

আপডেট সময়ঃ ১০:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নির্বাচন ছাড়া বিকল্প নেই, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এদিন সন্ধ্যায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলগুলোর সঙ্গে হওয়া মিটিংগুলোর মাঝামাঝি সময়ে ড. আলী রীয়াজ, এবং বিশেষ সহকারী মুনীর হায়দার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। ড. আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

এদিন দিনভর বিভিন্ন সময়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াত বলছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি।

এদিন রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।