নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, নিরাপত্তা চেয়ে চিঠি

- আপডেট সময়ঃ ০৫:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
হুমকি দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।
আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে তাকে অপরিচিত নম্বর থেকে ফোনে ভয়ভীতি দেখানো হয়েছে।
এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি। বুলবুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে নির্বাচন না করার পরামর্শ দিয়েছেন।
ফোনদাতা স্পষ্টভাবে বলেন, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এই ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন বিসিবি সভাপতি।
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। সেখানে সভাপতির জন্য নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচনের আগে সভাপতিকে নিয়মিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোর্ডের কাজকর্ম পরিচালনায় যেতে হচ্ছে।
এতে তার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তার জন্য অবিলম্বে নিরাপত্তা কর্মী (গানম্যান) নিয়োগ করা প্রয়োজন।
এদিকে, বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আগামী ৪ অক্টোবর পরিচালনা পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।