নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি
- আপডেট সময়ঃ ১২:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে সবার সহযোগিতার প্রয়োজন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার কর্মসূচি উদ্বোধন করে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যত বাধাই আসুক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান।
নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আসা করি তরুণদের পাশে পাবো। তরুণদের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি, যা ৫৪ বছর পর হচ্ছে।
সিইসি আরও বলেন, নির্বাচন নিয়ে যত ধরনের দুশ্চিন্তা থাক, তা মাথা থেকে ঝেরে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এছাড়া, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মনে করেন তিনি।





















