নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনো পূর্ণ আস্থা রয়েছে বিএনপির
- আপডেট সময়ঃ ০৪:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে কিছুটা সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘যেদিন সাক্ষর করা হয়েছিল সেদিন ঐক্যমত কমিশন থেকে পূর্ণাঙ্গ কপি দেওয়া হয়নি। পরে পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর দেখা গেছে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে। জুলাই সনদ শেষ পর্যন্ত হয়েছে একপেশে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত কমিশন।’
তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোট করার প্রস্তাব করেছে। সময় স্বল্পতা, অর্থনৈতিক অবস্থা, বড় কর্মযজ্ঞ বিবেচনায় গণভোট নির্বাচনের দিন আয়োজন করা শ্রেয়। এর আগে গণভোট করা উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণাই সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ করে।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ কেউ রাজনৈতিক বক্তব্য দিয়েছে। এতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘২৩ কার্যদিবসে আলোচনা শেষে এই জুলাই সনদ প্রণিত হয়েছে। কিন্তু যেভাবে আমরা যেভাবে ভিন্নমত দিয়েছিলাম তা উল্লেখ নেই। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, জুলাই সনদে ভিন্নমতকে গোপন করা হয়েছে। আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।




















