নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল: কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার

- আপডেট সময়ঃ ১১:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের পর পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের কর্মকাণ্ড দমন করতে সরকার আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয় মনিটরিং জোরদার করতে হবে। এর পেছনে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রেস সচিব আরও বলেন, “পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশের নির্বাচনের দিকে অগ্রগতি এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া হয়ে উঠছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। এটি এখন শুধু আইন-শৃঙ্খলার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার ইস্যু।”
তিনি উল্লেখ করেন, “দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের অবস্থান, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
পাশাপাশি উল্লেখযোগ্য, ৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাবিস্কো মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল শুরু করলে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। একই দিনে ধানমণ্ডি ২৭ নম্বর রোডেও ২৫-৩০ জনের একটি দল মিছিল পরিচালনা করে। এ ঘটনায় সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, রোববার সংসদ ভবন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আরও একটি ঝটিকা মিছিল করে। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশন থেকে শুরু হয়ে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়িতে শেষ হয়। এ সময় মাদারীপুর শিবপুর উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে তেজগাঁও থানা পুলিশ আটক করে।