ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | ই-পেপার

নিষ্প্রাণ ইনিংসে প্রাণ ফেরালেন রিশাদ, ২০০ পেরোলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

মিরপুরের ঘূর্ণি পিচে সবাই সংগ্রাম করেছেন। তবে এক সাইফ হাসান ছাড়া বাংলাদেশের সব ব্যাটার দুই অংক পেরিয়েছেন। শেষদিকে এসে তো বরাবরের মতো ঝড় তুলেছেন রিশাদ হোসেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেছিল বাংলাদেশ। ওপেন করেন সাইফ হাসান আর সৌম্য সরকার। সাইফ আরও একবার ওয়ানডেতে ব্যর্থ। ওপেনিং জুটিতে ২২ রান আসলেও সাইফ ফিরে যান ১৬ বলে মাত্র ৬ করে। সেট হয়ে আউট হন তাওহিদ হৃদয় (১৯ বলে ১২)।

একইভাবে সেট হয়ে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (২১ বলে ১৫), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ বলে ১৭)।

সৌম্য আজ ভালো খেলছিলেন, কঠিন উইকেটে ছিলেন ফিফটির দোরগোড়ায়। কিন্তু তিনিও বড় শট খেলতে গিয়ে হাফসেঞ্চুরি মিস করেন। ৮৯ বলে ৪৫ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান সৌম্য। ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী মিরাজ আর নাসুম আহমেদ যোগ করেন আরও ২৫ রান। ভাঙা পিচে ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল নাসুমের। ওই ওভারেই গুদাকেশ মোতির ঘূর্ণিতে ব্যাট পেতে দিয়ে ক্যাচ তুলে দেন। ২৬ বলে ১৪ করে ফেরেন নাসুম।

উইকেটে এসেই ব্যস্ততা দেখাতে থাকেন নুরুল হাসান সোহান। ঘূর্ণি পিচেও বেশ কয়েকটি ভালো শট খেলেন তিনি। ফলে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ ৩৩ রান আসে ৪২ বলে। ২ চার আর ১ ছক্কায় বল সমান ২৩ রান করে মোতিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সোহান।

এরপরের গল্পটা শুধুই রিশাদ হোসেনের। যে পিচে ব্যাটাররা ধুঁকেছেন। সেই পিচে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রানের ক্যামিও উপহার দেন রিশাদ। মিরাজ অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ করে।

ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ৩টি আর আকিল হোসেন ও অলিক আথানেজে নেন ২টি করে উইকেট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিষ্প্রাণ ইনিংসে প্রাণ ফেরালেন রিশাদ, ২০০ পেরোলো বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৫:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মিরপুরের ঘূর্ণি পিচে সবাই সংগ্রাম করেছেন। তবে এক সাইফ হাসান ছাড়া বাংলাদেশের সব ব্যাটার দুই অংক পেরিয়েছেন। শেষদিকে এসে তো বরাবরের মতো ঝড় তুলেছেন রিশাদ হোসেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেছিল বাংলাদেশ। ওপেন করেন সাইফ হাসান আর সৌম্য সরকার। সাইফ আরও একবার ওয়ানডেতে ব্যর্থ। ওপেনিং জুটিতে ২২ রান আসলেও সাইফ ফিরে যান ১৬ বলে মাত্র ৬ করে। সেট হয়ে আউট হন তাওহিদ হৃদয় (১৯ বলে ১২)।

একইভাবে সেট হয়ে শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (২১ বলে ১৫), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ বলে ১৭)।

সৌম্য আজ ভালো খেলছিলেন, কঠিন উইকেটে ছিলেন ফিফটির দোরগোড়ায়। কিন্তু তিনিও বড় শট খেলতে গিয়ে হাফসেঞ্চুরি মিস করেন। ৮৯ বলে ৪৫ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান সৌম্য। ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী মিরাজ আর নাসুম আহমেদ যোগ করেন আরও ২৫ রান। ভাঙা পিচে ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল নাসুমের। ওই ওভারেই গুদাকেশ মোতির ঘূর্ণিতে ব্যাট পেতে দিয়ে ক্যাচ তুলে দেন। ২৬ বলে ১৪ করে ফেরেন নাসুম।

উইকেটে এসেই ব্যস্ততা দেখাতে থাকেন নুরুল হাসান সোহান। ঘূর্ণি পিচেও বেশ কয়েকটি ভালো শট খেলেন তিনি। ফলে সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ ৩৩ রান আসে ৪২ বলে। ২ চার আর ১ ছক্কায় বল সমান ২৩ রান করে মোতিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সোহান।

এরপরের গল্পটা শুধুই রিশাদ হোসেনের। যে পিচে ব্যাটাররা ধুঁকেছেন। সেই পিচে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রানের ক্যামিও উপহার দেন রিশাদ। মিরাজ অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ করে।

ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ৩টি আর আকিল হোসেন ও অলিক আথানেজে নেন ২টি করে উইকেট।