নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কারকি

- আপডেট সময়ঃ ০১:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো হিমালয়ঘেরা দেশটি কোনো নারীকে সরকারপ্রধান হিসেবে পেল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠকের পর সিদ্ধান্ত হয় জেন-জিদের দাবি অনুযায়ী সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে।
পরে রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে জানান, “প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় তার শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।”
জেন-জিদের আন্দোলনের ফলে কেপি শর্মা ওলির পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে বসেন সুশীলা কার্কি। একইসঙ্গে একটি ক্ষুদ্র আকারের মন্ত্রিসভাও গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। বিচারক থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান জেন-জেনারেশনের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।