নেপালের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
- আপডেট সময়ঃ ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
নেপালের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
সম্প্রতি ইসকন জঙ্গি ট্যাগ দিয়ে এক যুবককে তৌহিদী জনতা পিটিয়ে হত্যা করেছে দাবী করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি মূলত নেপালে গত সেপ্টেম্বরে সংঘটিত জেন-জি আন্দোলনের সময় ধারণ করা।
গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
দেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি।





















