মোঃ ইসমাইল হোসেন :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের সেই ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত । আজ সকাল ১১ টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। নোয়াখালীতে ১৩ কার্য দিবসের মধ্যে অতীতে এত দ্রুত আর কোনো মামলার রায় কার্যকর করা হয়নি । চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত । ইতোমধ্যে বাদী পক্ষে ১২ ও আসামি পক্ষে তিনজন থাকায় সাক্ষীসহ মোট ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ করা হয় । এর আগে ২০২০ সালে ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অভিযোগপত্র ফরোয়ার্ড করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ । রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আইনজীবী মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন । উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই গৃহবধূকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধ ভাবে বিবস্ত্র করে নির্যাতন করেন দেলোয়ার ও তার বাহিনীর লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করেন,যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।
এরপর গণমাধ্যমের বদৌলতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ভুক্তভোগী নারী ২০১৯ সালের ৫ অক্টোবর ও ২০২০ সালের ৭ এপ্রিল দুই দফায় ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলোয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করেন । এছাড়াও বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফিসহ আরও দুটি মামলা করেন তিনি ।
সর্বশেষঃ
নোয়াখালীর বেগমগঞ্জে সেই গৃহবধূ ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদ-
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- ৫৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ