নয়টি বিলে রাষ্ট্রপতির সই

- আপডেট সময়ঃ ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ২১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে পাস হওয়া নয়টি বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি আজ মঙ্গলবার এসব বিলে সই করায় আজ থেকে এগুলো আইন হিসেবে কার্যকর হলো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিলে সন্মতি দিলে, তা আইনে পরিণত হয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটরিয়াল ওয়াটার অ্যান্ড ম্যারিটাইম জোনস (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।