• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

পরিচালক ঋণখেলাপি: অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার বাতিল

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করতে অনুমোদন চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্সের আবেদন নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কারণ হিসেবে এক পরিচালকের খেলাপি ঋণের কথাটি বলা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন ‘স্বচ্ছ’ না থাকায় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২১ সালের জুন মাসে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রতি ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়। রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিলের বিষয়ে অগ্রণী ইন্স্যুরেন্স এর কোম্পানি সচিব মফিজুর রহমান বলেন, ‘‘অগ্রণী ইন্স্যুরেন্সের বর্তমান এক পরিচালক ঋণখেলাপি হওয়ায় সিআইবি প্রতিবেদনে আপত্তি এসেছে।’’ পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি আগামী পরিচালক পর্ষদের বৈঠকে তোলা হবে বলেও জানান তিনি। পুঁজিবাজারে ২০০৫ সালে তালিকাভূক্ত অগ্রণী ইন্সুরেন্স ২০২১ সালে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত হলে শেয়ারদর লাফ দিয়েছিল। সে সময় শেয়ারদর ৫০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। গতকাল সোমবার শেয়ারটির লেনদেন হয় ৩৩ টাকা ৮০ পয়সা দরে। এটি কোম্পানিটির শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category