পরের উন্নয়নে কাজ করুন, দেখবেন নিজেরও উন্নয়ন হবে — ডিআইজি হারুন
- আপডেট সময়ঃ ১০:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) হারুন উর রশিদ হাযারী বলেছেন, “পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি সাধিত হয়। তাই পরের ক্ষতির চিন্তা না করে পরের উন্নয়নে কাজ করুন, দেখবেন আত্মোন্নয়নও হয়ে যাবে।” ডিআইজি হারুন বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে শ্রম, অধ্যবসায় ও আন্তরিকতা প্রয়োজন। বোয়ালখালীতে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি গড়ে তুলে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের পথ উন্মুক্ত করা হয়েছে। তাই এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে মালিকপক্ষ, শ্রমিক ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বিকেলে বোয়ালখালী পৌরসভার আরাকান সড়কের পশ্চিম পাশে পশ্চিম গোমদণ্ডী এলাকায় প্রতিষ্ঠিত এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন ডিআইজি হারুন।
উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, এসএসপি আরাফাতুন নুর বাঁধন, এএসপি মো. বাঁচামিয়া, ইন্সপেক্টর মো. সিরাদৌল্লাহ, বোয়ালখালী থানার ওসি মো. লুৎফুর রহমান, এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিএফও মো. ফরমাল তৈয়ব, সিবিও মোস্তাক চৌধুরী, এজিএম আবু আলম, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম কবির আহমেদ ও ডিজিএম আতিকুর রহমান সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি অধীর বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন। ডিআইজি হারুন আরও বলেন, উন্নয়নেই দেশের অগ্রগতি “শিল্পের উন্নয়ন মানেই কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা। প্রত্যেকে নিজের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে দেশ আরও এগিয়ে যাবে।

























