পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
- আপডেট সময়ঃ ০৭:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ৩৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ। আগামী ১৬ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মামলাটিতে রাষ্ট্রপক্ষে মোট সাক্ষী ১৯ জন। আসামিপক্ষের আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঁইয়া এ তথ্য জানান। গত ৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। ওইদিন মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলির আদেশ দেন তিনি। গত ৩০ নভেম্বর এই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চলতি বছরের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তিনি।






















