নিজস্ব প্রতিবেদক :
পাবনা সদরে আবদুর রশিদ মোল্লা (৬২) নামের এক ব্যক্তিকে তার চাচাতো ভাই আফতাব মোল্লা ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন রশিদ মোল্লার ছেলে উজ্জ্বল হোসেন (৩২)। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। নিহত রশিদ মোল্লা আতাইকান্দা গ্রামের মৃত কেফাত মোল্লার ছেলে। আর অভিযুক্ত আফতাব মোল্লা একই গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, আতাইকান্দা গ্রামের রশিদ মোল্লা ও তার চাচাতো ভাই আফতাব মোল্লার মধ্যে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় বাড়িতে শুধু রশিদ মোল্লা ও তার ছেলে উজ্জ্বল ছিলেন। একপর্যায়ে আফতাব মোল্লা ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে রশিদ মোল্লা ও তার ছেলে উজ্জ্বল এর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে দুজনই। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই আবুল কালাম জানান, পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষঃ
পাবনায় বাড়ি গিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আহত ভাতিজা
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- ৫২৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ