ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। আস্থা ও শ্রদ্ধার অভাবে কোনো সংস্কার কার্যকর হবে না।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে—এটা ভাবা ভুল। সবাইকে একমতে আনার মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় আমি বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলই একমত। ভোটাররা যাকে ভোট দেবেন, তারাই নির্বাচিত হবেন। এ নিয়ে বিরোধের কোনো অবকাশ নেই।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান

আপডেট সময়ঃ ০৬:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। আস্থা ও শ্রদ্ধার অভাবে কোনো সংস্কার কার্যকর হবে না।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে—এটা ভাবা ভুল। সবাইকে একমতে আনার মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারণায় আমি বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলই একমত। ভোটাররা যাকে ভোট দেবেন, তারাই নির্বাচিত হবেন। এ নিয়ে বিরোধের কোনো অবকাশ নেই।”