পিআর পদ্ধতি হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে: সালাহউদ্দিন
- আপডেট সময়ঃ ০৫:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩ বার পড়া হয়েছে
পিআর পদ্ধতি পলাতক হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর চাওয়ার উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। এ ছাড়া দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।
কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে, তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে।




















