ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

পূর্বাচল মেরিন সিটির মাটি ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রকল্পেন পাশেই দাউদপুর ইউনিয়নের মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্পের অধীনে আড়াই হাজার বিঘা কৃষি জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আদেশে আদালত ওই আবাসন প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধ করে এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছেন। আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ?রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তানজিম রাফীদ। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিরনাল ও নোয়াগাঁও মৌজার তীরমারাজিন্দা, তিনউলপ, টেকদাসেরদিয়া, বড়ো আমদিয়া ও নোয়াগাঁও এলাকায় এই আবাসন প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। এ বিষয়ে ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাট করছে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে গত ১০ আগস্ট রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বালু ভরাট বন্ধ করতে বলেছেন। আর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। রিট আবেদন অনুযায়ী জানা যায়, রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়, ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রারসহ ১৩ জনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে পূর্বাচল মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূর্বাচল মেরিন সিটির মাটি ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট সময়ঃ ০৭:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রকল্পেন পাশেই দাউদপুর ইউনিয়নের মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্পের অধীনে আড়াই হাজার বিঘা কৃষি জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আদেশে আদালত ওই আবাসন প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধ করে এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছেন। আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ?রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তানজিম রাফীদ। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিরনাল ও নোয়াগাঁও মৌজার তীরমারাজিন্দা, তিনউলপ, টেকদাসেরদিয়া, বড়ো আমদিয়া ও নোয়াগাঁও এলাকায় এই আবাসন প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। এ বিষয়ে ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাট করছে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে গত ১০ আগস্ট রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বালু ভরাট বন্ধ করতে বলেছেন। আর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। রিট আবেদন অনুযায়ী জানা যায়, রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়, ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রারসহ ১৩ জনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে পূর্বাচল মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।