প্রকাশ্যে রায় দিতে নিম্ন আদালতকে সুপ্রিম কোর্টের নির্দেশনা

দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ৫৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণার জন্য বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতগুলোর বিচারকের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তবর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো। আদালতের রায় অনুযায়ী উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য অধস্তন সব আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হলো।
ট্যাগস :