ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে: পাট মন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরইমধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আজ বুধবার দুপুরে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইস বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেনঞ্জ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। যে কোনো খেলা হলে তিনি সময় পেলেই দেখতে চলে যান। বাংলাদেশের সব খেলার মান অবশ্যই আরও উন্নতি হবে। মন্ত্রী আশা করেন, এ ধরনের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরও প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে। ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আবদুল মালেকসহ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে: পাট মন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরইমধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আজ বুধবার দুপুরে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইস বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেনঞ্জ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। যে কোনো খেলা হলে তিনি সময় পেলেই দেখতে চলে যান। বাংলাদেশের সব খেলার মান অবশ্যই আরও উন্নতি হবে। মন্ত্রী আশা করেন, এ ধরনের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরও প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে। ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আবদুল মালেকসহ প্রমুখ।