• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ
কৃষি জমির মাটি কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেড় বছরেও চালু হয়নি বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে: প্রতিমন্ত্রী কারিগরির সনদ বাণিজ্য: জিজ্ঞাসাবাদে দায় এড়ানোর চেষ্টা সাবেক চেয়ারম্যানের বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে কাতারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ফরিদপুরে ১৫ জনের মৃত্যু: অপেশাদার লাইসেন্সে ১৩ বছর ধরে বাস চালাচ্ছিলেন চালক বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: পাটমন্ত্রী কক্সবাজারে অপহরণের ২৬ ঘণ্টা পর পল্লী চিকিৎসক মুক্ত বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব

প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক: পানিসম্পদ উপমন্ত্রী

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিক বলে উল্লেখ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, চট্টগ্রামে দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল করেছেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি ফ্লাইওভার করেছেন। নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। এসবের সুফল চট্টগ্রামের মানুষ ভোগ করছে। চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডেরও কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আজ শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের চলমান কাজ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রামে নদী শাসন, জলাবদ্ধতা নিরসনসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্দেশ দেন উপমন্ত্রী। এনামুল হক শামীম বলেন, চট্টগ্রামে গত চার বছরে ৮ হাজার ২৯ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ ৫২ দশমিক ৭৮ কিলোমিটার, খাল পুনর্খনন ১৮০ কিলোমিটার, বাঁধ নির্মাণ ও পুনর্নিমাণ ২১৮ দশমিক ৮৯ কিলোমিটার এবং রেগুলেটর রয়েছে ৫৪টি। এরইমধ্যে ৩ হাজার ৮৫৩ কোটি টাকার ৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন ৪ হাজার ১৭৭ কোটি টাকার কাজ শেষ পর্যায়ে। এগুলো নির্ধারিত সময়ে শেষ হবে। তিনি বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করছে। এ প্রকল্প শেষ হলে চট্টগ্রাম মহানগরীর মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পাউবো দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক, নির্বাহী প্রকৌশলী নয়ন কুমার ত্রিপুরা (জোন-৩), নাহিদ উজ জামান খান (জোন-২), নুরুল আবছার আজাদ (জোন-১), উপ-পরিচালক শহীদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category