প্রান্তিকলেক শাক্যমিত্র বৌদ্ধ বিহার ৭ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব

- আপডেট সময়ঃ ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবান সুয়ালক ইউনিয়ন প্রান্তিক লেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার, শান্ত মিত্র ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র পালিত হয়েছে ৭ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে প্রান্তিক লেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার,শান্ত মিত্র ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বুদ্ধ পূর্নিমা তথ্য প্রবারণার শেষান্তে দানোত্তম কঠিন চীবর দানের, মঙ্গল বারতা ধ্বনি করে,মানবের লৌকিক ও লোকাত্তর কল্যাণ ও ত্যাগী চেতনার প্রদীপ করে সদ্ধর্মের অনুসারী সংঘ দান, কল্পতরু দান ও পিণ্ড দানসহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণ করেন বৌদ্ধ নর-নারী পূরুষ।
দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চীবর দান— উৎসব যেখানে মাত্র জগৎজ্যেতিঃ তথাগত সম্যক সম্বুদ্ধ প্রজ্ঞাপ্ত বহুজন হিতায় বহুজন সুখায় মহামন্ত্রে মহিমান্বিত এ বৌদ্ধিক আচারকে চিরভাস্বর রূপে প্রতিপালনের মানসে যথাযথ ধর্মীয় আবহে প্রান্তিকলেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার, শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র ৭ম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ন সচিব, বড় হাতিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ক্রিপিটক বিশারদ ভদন্ত শুদ্ধানন্দ ভদন্ত শুদ্ধানন্দ মহাথের (এম,এ)।
প্রধান মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সমাজ কল্যাণ সম্পাদক, সাতকানিয়া -লোহাগড়া ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি কর্মবীর ভদন্ত রত্নানন্দ মহাথের,প্রধান ধর্মদেশকে আসন অলংকৃত করেন সাতকানিয়া-লোহাগড়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক করইয়ানগর চৈতনা বিহারের অধ্যক্ষ সুদেশক ভদন্ত আনন্দপ্রিয় মহাথের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান বাবু উক্যনু মার্মাসহ শালীচারী পরমপূজ্য প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সুধিজনের সমাগমে সমৃদ্ধ এই দানোৎসবে সবান্ধবে যোগদান করে অনুষ্ঠানকে সমৃদ্ধ ও পূণ্যময় কুশল সম্পাদনের বিনম্র আহবান জানান।
বৌদ্ধ শাস্ত্রমতে, গৌতম বুদ্ধের অনুগামী মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত এ রীতি অনুযায়ী চীবর তৈরির প্রক্রিয়া যেমন শ্রমসাধ্য ও কষ্টকর, তেমনি তা ভিক্ষু সংঘকে দান করা সবচেয়ে উত্তম ও পুণ্যময় দান হিসেবে বিবেচিত।
আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রান্তিক লেক শাক্যমিত্র অরণ্য বৌদ্ধ বিহার শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা পরিচালক, ভদন্ত বি শান্তমিত্র ভিক্ষু।
এ উপলক্ষে প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ ও আশ্রম বৌদ্ধ বিহারেই নয়, সাতকানিয়া লোহাগড়া, বাজালিয়া, কেরানিহাট, চেমি ডলু পাড়া,কুহালং বৌদ্ধ বিহার-সহ জেলার ও উপজেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারেও ৭ম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অংশ গ্রহণ করেন।
উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ, ভিক্ষু এবং উপাসক-উপাসিকারা অংশ নেন এই ঐতিহ্যবাহী দানোত্তম অনুষ্ঠানে।