১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | ই-পেপার

প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযোজন ‘ট্রি-ট্রপ অ্যাডভেঞ্চারও জিপ-লাইন ট্রলি

৩০ সেপ্টেম্বর সোমবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযুক্তির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো:মিজানুর রহমান,সহকারী কমিশনার ( এনডিসি ) আসিফ রায়হান,বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে।

ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার সংযোজন করা হয়েছে। তিনি আরো বলেন, পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য প্রান্তিক লেক আদর্শ জায়গা। আমি আশা করবো প্রান্তিক লেক বান্দরবানের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে।

স্থানীয়রা জানান, প্রান্তিক লেকে সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। প্রতিদিন দূর-দূরান্তে থেকে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণয় মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রটি। সংশ্লিষ্টদের তথ্যমতে, পাহাড় আর অরণ্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিক লেক! ২০১৩ সালে সরকার এই পর্যটন এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে।

এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ি লেক। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ। রয়েছে উন্মুক্ত মঞ্চ, বনভোজন স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার), কিডস কর্নার ও সৌরবিদ্যুৎ চালিত বোট ইত্যাদি! প্রশাসনের অনুমতি নিয়ে লেক থেকে ধরা যায় মাছ। এছাড়া রাতে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিংয়ের জন্য সু-ব্যবস্থা ও রয়েছে!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযোজন ‘ট্রি-ট্রপ অ্যাডভেঞ্চারও জিপ-লাইন ট্রলি

আপডেট সময়ঃ ০৯:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

৩০ সেপ্টেম্বর সোমবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযুক্তির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো:মিজানুর রহমান,সহকারী কমিশনার ( এনডিসি ) আসিফ রায়হান,বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে।

ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার সংযোজন করা হয়েছে। তিনি আরো বলেন, পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য প্রান্তিক লেক আদর্শ জায়গা। আমি আশা করবো প্রান্তিক লেক বান্দরবানের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে।

স্থানীয়রা জানান, প্রান্তিক লেকে সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। প্রতিদিন দূর-দূরান্তে থেকে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণয় মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রটি। সংশ্লিষ্টদের তথ্যমতে, পাহাড় আর অরণ্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিক লেক! ২০১৩ সালে সরকার এই পর্যটন এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে।

এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ি লেক। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ। রয়েছে উন্মুক্ত মঞ্চ, বনভোজন স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার), কিডস কর্নার ও সৌরবিদ্যুৎ চালিত বোট ইত্যাদি! প্রশাসনের অনুমতি নিয়ে লেক থেকে ধরা যায় মাছ। এছাড়া রাতে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিংয়ের জন্য সু-ব্যবস্থা ও রয়েছে!