ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৩:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। নিহত দিলরুবা বেগমের (২০) বাড়ি একই উপজেলার দেউল মথুরাপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে যৌতুকের দাবিতে ইমরান ফকির ও তার পরিবারের সদস্যরা দিলরুবাকে মারধর করে হত্যা করে। পরে তার লাশ উলুহাট গ্রামের বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন পরদিন (৬ আগস্ট) মধুখালী থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময়ঃ ০৩:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। নিহত দিলরুবা বেগমের (২০) বাড়ি একই উপজেলার দেউল মথুরাপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে যৌতুকের দাবিতে ইমরান ফকির ও তার পরিবারের সদস্যরা দিলরুবাকে মারধর করে হত্যা করে। পরে তার লাশ উলুহাট গ্রামের বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন পরদিন (৬ আগস্ট) মধুখালী থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।